হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর

(ডা. ওয়াছিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন-এর একটি সেবামূলক প্রতিষ্ঠান)

সংক্রামক ব্যাধি প্রতিরোধে আমরা যখন অনেকাংশেই সফল; ঠিক সে সময়টাতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অসংক্রামক ব্যাধিগুলো আমাদের জন্য প্রধান স্বাস্থ্য ঝুঁকি হিসাবে আবির্ভূত হয়েছে। এই রোগ গুলোর বেশির ভাগ নির্মূলযোগ্য নয়। কিন্তু স্বাস্থ্য সম্মত জীবন যাপনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। আবার আক্রান্ত ব্যক্তিরা যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগগুলোকে নিয়ন্ত্রণে রেখে জটিলতা এড়াতে পারেন। উচ্চ রক্তচাপ এমনই একটি অসংক্রামক ব্যাধি যাকে “নীরব ঘাতক ব্যাধি” হিসেবেও অভিহিত করা হয়। কারণ উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রন না করলে বা করতে না পারলে; এ রোগের কারণে হৃদপিন্ড, মস্তিস্ক, কিডনি, চোখ এবং রক্তবাহিকার মত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্থ হতে পারে। যার ফলশ্রুতিতে অকাল মৃত্যুও হতে পারে। তাই উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও প্রতিকারে সরকারি উদ্যোগের সহায়ক হিসেবে ২০০৮ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠিত হয় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর।

প্রতিষ্ঠাকাল :  ১৪ নভেম্বর, ২০০৮

প্রতিষ্ঠাতা : অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, এফসিপিএস  (মেডিসিন); এমডি (ইন্টার্নাল মেডিসিন); এফএসিপি (আমেরিকা); এফআরসিপি (ইংল্যান্ড)

লক্ষ্য ও উদ্দেশ্য: নীরব ঘাতক ব্যাধি উচ্চ রক্তচাপ। এ রোগ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের নামমাত্র মূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর জটিলতা সমূহকে প্রতিরোধ করা।

শ্লোগান: “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করুন”

প্রধান কার্যালয়: হোল্ডিং নং: ১৩/২, হাইপারটেনশন সেন্টার লেইন, জেল রোড, রংপুর।

সরকারী অনুমতি ও অনুমোদন

  • নিবন্ধন সনদপত্র (সমাজসেবা অধিদপ্তর)
  • নিবন্ধন সনদপত্র (রংপুর সিটি কর্পোরেশন রংপুর)
  • হাইপারটেনশন সেন্টার ল্যাব লাইসেন্স (স্বাস্থ্য অধিদপ্তর)
  • প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার অনুমতি প্রদান (স্বাস্থ্য অধিদপ্তর)
  • স্বত্ত্বাধিকার নিবন্ধভুক্তির প্রমানপত্র রোগীর নির্দেশিকা ও ব্যবস্থাপত্র (কপিরাইট অফিস)
  • স্বত্ত্বাধিকার নিবন্ধভুক্তির প্রমানপত্র হাইপারটেনশন বার্তা (কপিরাইট অফিস)
  • এক্সরে লাইসেন্স ( বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন)
  • টি.এল.ডি লাইসেন্স (স্বাস্থ্য ও পদার্থ বিজ্ঞান বিভাগ, পরমাণু শক্তি সেন্টার)
  • ট্রেড লাইসেন্স (রংপুর সিটি কর্পোরেশন, রংপুর)
  • পরিবেশ প্রত্যয়ন পত্র (পরিবেশ অধিদপ্তর, প্রক্রিয়াধীন)
  • পরিবেশ প্রত্যয়ন পত্র (রংপুর সিটি কর্পোরেশন রংপুর, রংপুর)
  • ফায়ার লাইসেন্স ( বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স)
  • কার্যকরী কমিটি অনুমোদন (সমাজসেবা অধিদপ্তর )
  • ট্যাক্স সার্টিফিকেট
  • ভ্যাট সার্টিফিকেট
  • শিল্প প্রতিষ্ঠান লাইসেন্স (প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর)
  • পরিবেশগত ছাড়পত্র পরিবেশ অধিদপ্তর গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিয়মিত কার্যক্রম সমূহ:

  • বহির্বিভাগের মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত  রোগীদের সার্বিক স্বাস্থ্যসেবা প্রদান।
  • উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সভা, সেমিনার, র‌্যালী ইত্যাদি আয়োজন।
  • স্বাস্থ্য সচেতনতামূলক নিয়মিত পত্রিকা “হাইপারটেনশন বার্তা” প্রকাশ।
  • ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহ অন্যান্য রোগের চিকিৎসা প্রদান।
  • হাইপারটেনশন শনাক্তকরণ ও তথ্যকেন্দ্রের মাধ্যমে জনগণকে উচ্চ রক্তচাপ সম্পর্কিত তথ্য প্রদান।
  • ফ্রি ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস চেক-আপ ক্যাম্প আয়োজন।
  • মানসম্মত ল্যাবের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা প্রদান।
  • উচ্চ রক্তচাপ বিষয়ক গবেষণা পরিচালনা।
  • গ্র‍্যাজুয়েট চিকিৎসকদের জন্য “সার্টিফিকেট কোর্স অন হাইপারটেনশন”।
  • শর্ট কোর্স অন রিসার্চ ম্যাথডোলজি এন্ড বেসিক বায়োস্ট্যাটিসটিক্স পরিচালনা।
  • জাতীয় ও আন্তর্জাতিক দিবস উৎযাপন।

বহির্বিভাগ সেবা:

শুধুমাত্র  হাইপারটেনশন এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাই নিবন্ধিত হতে পারেন। তবে নিবন্ধিত রোগীরা হাইপারটেনশন এবং ডায়াবেটিস ছাড়া অন্যান্য রোগের চিকিৎসাও পেয়ে থাকেন।

  • নিবন্ধন ফিঃ ৫০ টাকা (বই ও পরামর্শ সহ)।
  • পরবর্তীতে প্রতিবার চিকিৎসা পরামর্শ ফিঃ ৪০ টাকা মাত্র।

ফোন নং: ০৫২১-৫৩৮০৮;

মোবাইল: ০১৭৩০৪৪৮৬১০