সংবাদ

🎉উদ্বোধনী অনুষ্ঠান🎉
চিকিৎসক সপ্তাহ–২০২১
(১-৭ এপ্রিল)
১ – ৭ এপ্রিলের প্রেক্ষাপট
১ এপ্রিল চিকিৎসক সমাজের প্রবাদ পুরুষ জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম এর জন্মবার্ষিকী। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। বাংলাদেশের পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসা ব্যবস্থার স্থপতি এই কিংবদন্তি চিকিৎসক গোটা জীবন ধরে চিকিৎসা গবেষণা, শিক্ষকতা, নিয়মানুবর্তিতা ও প্রশাসনিক বিচক্ষণতায় এক নজির স্থাপন করে গেছেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি দীর্ঘদিন তৎকালীন আইপিজিএমআর (বর্তমান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এ পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালের শেষের দিকে ডা. নুরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অনুষদ খোলা হয়। ১৯৮২ সালে ঔষধনীতি প্রণয়নের মাধ্যমে তিনি ক্ষতিকর ও অপ্রয়োজনীয় ঔষধের ব্যবহার বন্ধে কাজ করেছিলেন। চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি স্বর্নপদক (১৯৬৩), স্বাধীনতা পুরস্কার (১৯৯৭), বাংলা একাডেমি পুরস্কার (২০০৩) ইত্যাদি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

চিকিৎসক সপ্তাহের শেষ দিন ৭ এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সারা বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়। এই তাৎপর্যপূর্ণ দিনটি উৎযাপনের মাধ্যমেই চিকিৎসক সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।
বিশেষ সংযুক্তিঃ চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকদের এই সাফল্য ধরে রাখতে প্রয়োজন যথার্থ অনুপ্রেরণা। তাই উপরোক্ত দুই সংগঠনই প্রতি বছর চিকিৎসক সপ্তাহে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ “চিকিৎসক পদক” প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের চিকিৎসা খাতের বিভিন্ন সেক্টরে গুরত্বপূর্ণ অবদান রাখা সকল চিকিৎসক এবং অন্যান্য সেক্টরের মানুষ যাঁরা এই চিকিৎসা খাতে গুরত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদেরকে এই “চিকিৎসক পদক” প্রদান করা হবে।

১এপ্রিল২০২১

রাত ০৯.০০ টায় আয়োজিত হতে যাচ্ছে “চিকিৎসক সপ্তাহ ২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠান

☑️অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকছেনঃ

  • অধ্যাপক ডা. মোঃ রোকন উদ্দিন
    সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েল্ফেয়ার ট্রাস্ট
  • অধ্যাপক ডা. গুলশান আরা
    সহ-সভাপতি, ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েল্ফেয়ার ট্রাস্ট
  • ডা. শেখ আহমেদুল হক
    সদস্য, গভর্নিং পরিষদ, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি
  • ডা. ফয়সাল বিন সালেহ
    সভাপতি, কেন্দ্রীয় পরিষদ, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি

☑️সঞ্চালনায় থাকছেনঃ
দিলোয়ারা ইয়াসমিন প্রিয়া
সদস্য, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি

☑️ সাথে থাকছে প্ল্যাটফর্ম ঢাকা দক্ষিণ জোনাল পরিষদ এবং প্ল্যাটফর্ম ফ্রেমস এর যৌথ সমন্বয়ে পরিচালিত বিশেষ “সাংস্কৃতিক অনুষ্ঠান”।

🔹অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আজ ০১ এপ্রিল ২০২১ রোজ বৃহঃস্পতিবার, ঠিক রাত ০৯.০০ ঘটিকায় ‘Platform’ এবং ‘Channel H1’ এর ফেসবুক পেইজ এবং
‘Platform’ এবং ‘Channel H1’ এর ইউটিউব চ্যানেল থেকে।

💠 সকলকে অনুষ্ঠানটি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি 💠

উদ্যোগেঃ
প্ল্যাটফর্ম এবং
বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েল্ফেয়ার ট্রাস্ট