সদস্য সচিবের কথা
শুভেচ্ছা নিবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এর যৌথ উদ্যোগে চিকিৎসক পদক প্রদান করতে যাচ্ছে। আমরা করোনার ভয়াবহ বিপর্যয়ের সময় দেখেছি, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অভাব, সীমিত পরীক্ষা ব্যবস্থা, অপর্যাপ্ত চিকিৎসাসামগ্রী সত্ত্বেও বাংলাদেশের চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা পেশাকর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করেছেন। নিজেদের জীবনের পরোয়া না করে, দিনের পর দিন পরিবার থেকে দূরে থেকে, নানারকম প্রতিবন্ধকতা এবং কষ্টের মধ্যেও তারা চিকিৎসা প্রদান বন্ধ করেননি। এমনকি অসংখ্য নিবেদিতপ্রাণ ডাক্তার এই করোনা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন। তাই সামগ্রিকভাবে আমাদের দেশের স্বাস্থ্যখাতে ও করোনা মোকাবেলায় চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। এ কারণেই চিকিৎসকদের কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ও চিকিৎসকদের সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি চিকিৎসক পদক প্রদান করতে যাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা খাতের বিভিন্ন সেক্টরে গুরত্বপূর্ণ অবদান রাখা সকল চিকিৎসক এবং অন্যান্য সেক্টরের মানুষ যারা চিকিৎসাখাতে গুরত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে এই “চিকিৎসক পদক” প্রদান করা হবে।
আমাদের এই পদক প্রদানের উদ্দেশ্য চিকিৎসক, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবদান, দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং পেশাগত অবদান, নেতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও উদ্ভাবনী দক্ষতাকে অনুপ্রাণিত করা। আমরা মূলত তিন শ্রেণীতে এই পদক প্রদান করতে যাচ্ছি। চিকিৎসক বিভাগ, চিকিৎসা প্রতিষ্ঠান বিভাগ এবং অন্যান্য পেশাজীবী বিভাগ। আমাদের পুরস্কারের প্রকৃতি ও পরিধি জাতীয় পর্যায় বিভাগ এবং অন্যান্য পর্যায়ে থাকবে। চিকিৎসক পদক প্রদান যেন সফলতার সাথে বাস্তবায়িত হয়, সে আশাই ব্যক্ত করছি।
ডা. ফয়সাল বিন সালেহ
সদস্য সচিব
চিকিৎসক পদক প্রদান কমিটি