চিকিৎসক পদক ২০২১

স্মারক নং: চিকিপ/২০২১/০৪/০২ তারিখ: ৭ এপ্রিল, ২০২১ খ্রি.

প্রেস বিজ্ঞপ্তি

বিষয় : চিকিৎসক পদক – ২০২১ প্রদান

বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি যৌথ উদ্যোগে চিকিৎসক, চিকিৎসা প্রতিষ্ঠান ও অন্যান্য পেশাজীবী বিভাগে চিকিৎসক পদক – ২০২১ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পদক প্রদানের বিষয়ের ক্রমানুসারে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের নাম নিচে উল্লেখ করা হলো।

ক্রমব্যক্তি/প্রতিষ্ঠানের নামবিভাগবিষয়ছবি
০১অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম
চেয়ারম্যান
এনাটমি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
চিকিৎসকব্যাসিক অ্যান্ড অ্যালায়েড
০২অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম

 

সাবেক ভিসি ও চেয়ারম্যান

ভাইরোলজি বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

চিকিৎসকব্যাসিক অ্যান্ড অ্যালায়েড
০৩অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক

 

সাবেক চেয়ারম্যান

রিউম্যাটোলজি বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

চিকিৎসকমেডিসিন অ্যান্ড অ্যালায়েড
০৪অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক

 

অধ্যাপক, কার্ডিওলজি ও প্রতিষ্ঠাতা

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

চিকিৎসকমেডিসিন অ্যান্ড অ্যালায়েড
০৫অধ্যাপক ডা. এ জেড এম মাইদুল ইসলাম

 

সাবেক চেয়ারম্যান

ডার্মাটোলজি বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

চিকিৎসকমেডিসিন অ্যান্ড অ্যালায়েড
০৬অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান

 

সাবেক বিভাগীয় প্রধান

সার্জারি বিভাগ

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

চিকিৎসকসার্জারি অ্যান্ড অ্যালায়েড
০৭ডা. মাহবুবুর রহমান চৌধুরী

 

কনসালটেন্ট, ফ্যাকো সার্জন ও চেয়ারম্যান

বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট

চিকিৎসকসার্জারি অ্যান্ড অ্যালায়েড
০৮অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী

 

সিনিয়র কনসালটেন্ট

অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি

বারডেম জেনারেল হসপিটাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ

চিকিৎসকগাইনোকোলজি অ্যান্ড অ্যালায়েড
০৯অধ্যাপক ডা. রাশিদা বেগম

 

চিফ কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার

চিকিৎসকগাইনোকোলজি অ্যান্ড অ্যালায়েড
১০অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার

 

সাবেক অধ্যাপক

শিশু বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

চিকিৎসকপেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালায়েড
১১অধ্যাপক ডা. এম এ ফয়েজ

 

সাবেক অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ ও

সাবেক মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর

চিকিৎসকচিকিৎসা গবেষণা
১২অধ্যাপক ডা. তাহমিনা বানু

 

সাবেক প্রধান

শিশু সার্জারি বিভাগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

চিকিৎসকচিকিৎসা গবেষণা
১৩অধ্যাপক ডা. মো. মতিউর রহমান মোল্লা

 

অধ্যাপক

ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল

চিকিৎসকডেন্ট্রিস্ট্রি অ্যান্ড অ্যালায়েড
১৪অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন

 

অধ্যাপক

নিওনেটাল মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিক্স

বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও ঢাকা শিশু হাসপাতাল

চিকিৎসকসমাজসেবা
১৫ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালহাসপাতালসরকারি পর্যায়
১৬বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালহাসপাতালবেসরকারি পর্যায়
১৭হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরসেবাধর্মী প্রতিষ্ঠানসমাজসেবা
১৮জেড আই খান (পান্না)

 

আইনজীবী

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

চিকিৎসা ও সামাজিকক্ষেত্রে অবদানআইনজীবী
১৯মোহসীন-উল হাকিম

 

বিশেষ প্রতিনিধি

যমুনা টেলিভিশন

চিকিৎসা ও সামাজিকক্ষেত্রে অবদানসাংবাদিক

ধন্যবাদ সহ

অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন

 

আহ্বায়ক

চিকিৎসক পদক প্রদান কমিটি

ডা. ফয়সাল বিন সালেহ

 

সদস্য সচিব

চিকিৎসক পদক প্রদান কমিটি